২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ১:০০

খুলনার পুলিশ সুপার সপরিবারে করোনা আক্রান্ত

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২০

  • শেয়ার করুন

খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ সপরিবারে করোনা আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, গত ২৬ আগস্ট তিনি, তার স্ত্রী শারমিন আক্তার, ছেলে এস এম ইউসুফ ও এস এম ইউনুস ও বাসার বাবুর্চি শেখ মো: আব্দুল্লাহ করোনা টেস্ট করতে দেন। ওই দিনই তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তিনি বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিআইপি কেবিন-১ এ চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

তিনি শারীরিকভাবে মোটামুটি ভালো আছেন। তবে বাসার চারজনের সামান্য মাথাব্যথা আছে। আরোগ্য লাভের জন্য তিনি সকলের দোয়া কামনা করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন