২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১:০৭

খুলনার তিন হাসপাতালে করোনায় আরও ৫ জনের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১

  • শেয়ার করুন

খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) পৃথকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে তিনজন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ও খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন করে রোগীর মৃত্যু হয়েছে।

তবে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এ সময়ে কারো মৃত্যু হয়নি।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে কর্তব্যরত ডা. সুহাস রঞ্জন বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন