১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৯:৩৭

খুলনার তিন হাসপাতালে করোনায় আরো ৯ জনের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ৪, ২০২১

  • শেয়ার করুন

স্টাফ রিপোটারঃ খুলনার হাসপাতালগুলোতে আবারও বেড়েছে করোনায় মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় খুলনার তিনটি করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে নয় জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।
মৃত নয় জনের মধ্যে রয়েছেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ছয় জন, সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দু’জন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন।
আর আগে মঙ্গলবার (৩ আগস্ট) খুলনার হাসপাতালগুলোতে করোনায় সাত জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ৩১ জুলাই ও ১ আগস্ট চার জন করে এবং গত ২ আগস্ট ছয় জনের মৃত্যু হয়। শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ছয় জনের মৃত্যু হয়েছে। মৃত ছয় জন হলেন- খুলনার সোনাডাঙ্গার মীর আব্দুর রশিদ (৮২), সদরের মাসুসা (৪৬), তেরখাদার সেলিনা বেগম (৬০), বাগেরহাটের রামপালের জবেদা বেগম (৯০), কচুয়ার মমতাজ বেগম (৬৩) ও নড়াইল লোহাগড়ার নজরুল ইসলাম (৬০)।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যাননি।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন গোপালগঞ্জের মুকসুদপুরের কবিতা সরকার (৩০) নামে এক জনের মৃত্যু হয়েছে।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যাননি।
সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নগরীর বকসিপাড়া মেইন রোডের নাসরিন নাহার (৫৫) ও শিপইয়ার্ড জিন্নাহপাড়া এলাকার হোসনেয়ারা বেগম (৬২) নামে দু’জনের মৃত্যু হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন