৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,ভোর ৫:২৬

শিরোনাম
ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩

খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
খুলনার সোনাডাঙ্গাস্থ ইব্রাহীম মিয়া রোডের জমিদার বাড়ির ওয়ারিশ মিয়া বাবর হোসেনের অংশ দখলের উদ্দেশ্যে জীবননাশের হুমকি প্রদান করা হয়েছে। আপন ভাইয়ের মেয়ে জামাই কর্তৃক এ অন্যায় অবিচারের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তাভোগি নিজেই। বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১ টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি অভিযোগগুলি তুলে ধরেন এবং বিচারের দাবি জানান।

লিখিত বক্তব্যে মিয়া বাবর হোসেন বলেন, মরহুম জমিদার ইসমাঈল মিয়ার ৬ ছেলে ও ৩ মেয়ের মধ্যে ৪র্থ তিনি। নিঃসন্তান হওয়ায় তিনি বিভিন্ন সময় ঢাকায় থাকতেন। এই সুযোগে তার সেজ ভাইয়ের স্ত্রী শিউলি বেগম ও তার মেয়ের জামাই ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা তারেক আহমেদ চৌধুরী তার মায়ের রুম, ড্রইং রুম, গেষ্ট রুমসহ বিভিন্ন রুম তালাবদ্ধ করে দখল করে রাখে। গত ৪ জুলাই তিনি খুলনায় এসে রুমে ঢুকতে গেলে তালাবদ্ধ দেখেন। এ সময় ভাইয়ের স্ত্রী শিউলি বেগমকে জিজ্ঞেস করেন তিনি কোথায় থাকবেন। শিউলি বেগম প্রতিউত্তরে দ্বিতীয় তলায় থাকতে বলেন। পরের দিন শিউলি বেগম ও মেয়ে জামাই বাবর হোসেনকে আধা ঘন্টার মধ্যে বাসা ছেড়ে চলে যেতে বলেন। নামতে দেরি হওয়ায় তার হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে। এরপর অজ্ঞাতনামা আরও ৪/৫ জন বহিরাগত এসে তার ঘাড় ধরে রাস্তায় বের করে দেয়। পরে তিনি সোনাডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন