৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১১:৪৩

শিরোনাম
খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩ খুলনায় মাদক ব্যবসায়ী কর্তৃক হয়রানী থেকে বাঁচতে ও তাদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন খুলনায় নারী-পুরুষ সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত খুলনায় ১৩ মাস বেতন না পেয়ে কর্মবিরতিতে আউটসোর্সিং কর্মচারীরা, অচল ৯ উপজেলার স্বাস্থ্যসেবা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত-১, আহত-২৬ খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
খুলনার সোনাডাঙ্গাস্থ ইব্রাহীম মিয়া রোডের জমিদার বাড়ির ওয়ারিশ মিয়া বাবর হোসেনের অংশ দখলের উদ্দেশ্যে জীবননাশের হুমকি প্রদান করা হয়েছে। আপন ভাইয়ের মেয়ে জামাই কর্তৃক এ অন্যায় অবিচারের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তাভোগি নিজেই। বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১ টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি অভিযোগগুলি তুলে ধরেন এবং বিচারের দাবি জানান।

লিখিত বক্তব্যে মিয়া বাবর হোসেন বলেন, মরহুম জমিদার ইসমাঈল মিয়ার ৬ ছেলে ও ৩ মেয়ের মধ্যে ৪র্থ তিনি। নিঃসন্তান হওয়ায় তিনি বিভিন্ন সময় ঢাকায় থাকতেন। এই সুযোগে তার সেজ ভাইয়ের স্ত্রী শিউলি বেগম ও তার মেয়ের জামাই ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা তারেক আহমেদ চৌধুরী তার মায়ের রুম, ড্রইং রুম, গেষ্ট রুমসহ বিভিন্ন রুম তালাবদ্ধ করে দখল করে রাখে। গত ৪ জুলাই তিনি খুলনায় এসে রুমে ঢুকতে গেলে তালাবদ্ধ দেখেন। এ সময় ভাইয়ের স্ত্রী শিউলি বেগমকে জিজ্ঞেস করেন তিনি কোথায় থাকবেন। শিউলি বেগম প্রতিউত্তরে দ্বিতীয় তলায় থাকতে বলেন। পরের দিন শিউলি বেগম ও মেয়ে জামাই বাবর হোসেনকে আধা ঘন্টার মধ্যে বাসা ছেড়ে চলে যেতে বলেন। নামতে দেরি হওয়ায় তার হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে। এরপর অজ্ঞাতনামা আরও ৪/৫ জন বহিরাগত এসে তার ঘাড় ধরে রাস্তায় বের করে দেয়। পরে তিনি সোনাডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন