১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৫:২৯

শিরোনাম
খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত

খুলনায় সরকারি কর্মচারিদের মহার্ঘভাতা প্রদানের সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : সরকারি কর্মচারিদের মহার্ঘভাতা প্রদানের সিদ্ধান্ত বাতিলের সংবাদ পত্রিকায় প্রকাশের প্রেক্ষিতে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল বাস্তবায়ন ও অন্যান্য ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে খুলনা জেলা ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবি ফোরাম। বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, ৩১ জানুয়ারির মধ্যে তাদের দাবি মানা না হলে, আগামী ৭ ফেব্রুয়ারি তারা ঢাকায় সচিবালয় ঘেরাও কর্মসূচি করবেন। এরপরেও যদি কর্তৃপক্ষ দাবি আমলে না নেয় তাহলে তারা পরবর্তীতে আরও কঠিন কর্মসূচির ঘোষণা করবেন বলে হুশিয়ারী প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবি ফোরাম খুলনা জেলার সভাপতি নুর মোহাম্মদ হাওলাদার, সাধারণ সম্পাদক ফকির মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক পবিত্র মন্ডল, জেলা প্রশাসক কার্যালয়ের মোঃ আবু আসলাম, মোঃ আব্দুস সবুর শেখ, মোঃ সরোয়ার শেখ, শেখ শাহিনুল ইসলাম, মুর্শিদা আক্তার, আযমখান কমার্স কলেজের আতিয়ার রহমান, জাহানারা পারভীন, সমাজসেবা অধিদপ্তরের ফয়েজ আহম্মেদ ও জাহিদুল ইসলাম, খাদ্য অধিদপ্তরের বাদল হাওলাদার, বাংলাদেশ রেলওয়ের লোকমান হোসেন, রনি খান, জনস্বাস্থ্য অধিদপ্তরের জাফর ইকবাল, গাজী জসিম উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শাহিনুর রহমান, দেলোয়ার হোসেন, জালাল উদ্দিন, তরিকুল ইসলাম, নাসিমা খাতুন, খুলনা বেতারের শুভঙ্কর কর্মকার, প্রাণি সম্পদ অধিদপ্তরের শহিদুল ইসলাম, জালাল উদ্দিন, টিএন্ডটি এর মনিরুল ইসলাম, ইসমাইল হোসেন, মংলা বন্দর কর্তৃকপক্ষে প্রতিনিধি নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও ১১-২০ গ্রেডের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন