প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬
প্রকাশিত:

খুলনায় কারিগরি বৃত্তিমূলক শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এশিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং ওয়ার্ল্ড ভিশনের অন্তর্গত খুলনা শহর এরিয়া প্রকল্প-১ এর যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২ টায় নগরীর এশিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর টেকনিক্যাল স্পেশালিস্ট নজির আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এশিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পরিচালক মো: সাইফুল ইসলাম, উপ-পরিচালক মোঃ মশিউর রহমান, সিনিয়র প্রশিক্ষক মোঃ মানিক রহমান ও প্রশিক্ষক মোঃ মাহমুদ হাসান এবং শিক্ষক-শিক্ষিকা। এছাড়াও প্রশিক্ষণরত যুবক-যুবতী, প্রতিবন্ধী যুবক-যুবতী, তাঁদের অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে নজির আহমেদ বলেন, প্রতিবন্ধী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের দক্ষ মানব সম্পদে পরিণত করতে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ‘এ্যাসেট’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। যা দেশ ও জাতির উপকারে আসবে। এবং প্রতিবন্ধীদের সমাজের বোঝা নয় সম্পদে পরিণত করবে।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ সাইফুল ইসলাম ও মোঃ মশিউর রহমান বলেন, প্রশিক্ষণ কোর্সগুলোর মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, মোবাইল সার্ভিসিং, সুইং মেশিন অপারেশন, কম্পিউটার অপারেশন ও আইটি সাপোর্ট সার্ভিস। এসব কোর্সের মাধ্যমে প্রতিবন্ধী যুবদের দক্ষ করে গড়ে তুলে দেশের বোঝা নয়, বরং সম্পদে পরিণত করা হবে। আরও জানান, কোর্স সম্পন্ন শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে বৃত্তি প্রদান এবং আন্তর্জাতিক মান সম্পন্ন সার্টিফিকেট প্রদান করা হবে।
সভার শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়।