২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৭:৫৫

খুলনায় করোনায় সাবেক এমপি নুরুলের অবস্থা সংকটাপন্ন

প্রকাশিত: জুলাই ১১, ২০২০

  • শেয়ার করুন

খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক করোনাভাইরাসে আক্রান্ত। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) এ তথ্য জানা যায়। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এর আগে অ্যাডভোকেট শেখ মো. নুরুল হকের নমুনা পরীক্ষা করা হলে বৃহস্পতিবার (৯ জুলাই) করোনা পজিটিভ রিপোর্ট আসে।

আরও পড়ুন : সাহেদের দেশত্যাগ ঠেকাতে বেনাপোলে সতর্কতা

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক অনেক বয়স্ক একজন ব্যক্তি। তার কিডনিতে সমস্যা রয়েছে। তাছাড়াও তার শারীরিক অবস্থা আগে থেকেই ভালো ছিল না। গতকাল তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দিচ্ছি। তার অবস্থা সংকটাপন্ন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন