২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ১১:৫৭

খুলনাঞ্চলে একদিনে সর্বোচ্চ ৮০ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: জুন ১৩, ২০২০

  • শেয়ার করুন

গত একদিনে খুলনা মেডিকেল কলেজের ল্যাবে আরও ৮০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনা জেলার ৪৫ জন। এছাড়া বাগেরহাটে ৭ জন, সাতক্ষীরায় ৪ জন, যশোরে ১৩ জন, ঝিনাইদহে ৯ জন ও মাগুরায় ২ জন রয়েছেন।খুলনা একদিনে এটিই সর্বোচ্চ শনাক্ত।

আজ রাতে পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁদের করোনা পজিটিভ ধরা পড়ে। এ নিয়ে খুলনায় আক্রান্তের সংখ্যা ৩৯৯ ছাড়িয়েছে। খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা.মেহেদী নেওয়াজ জানান, আজ (১৩ জুন) শনিবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে মোট ২৮৪ জনের নমুনা পরীক্ষা করা হ‌য়ে‌ছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ১২৪ টি। এদের মধ্যে মোট ৮০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
যার মধ্যে ৪৫ জন খুলনা জেলার। বাকিরা যশোর, মাগুরা, ঝিনাইদহ, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার।

খুলনা মহানগর এলাকায় আক্রান্তরা হরেনঃ নগরীর বানিয়াখামার এলাকার মোঃ মিজানুর রহমান (৫৫), আসলাম (৫৫), আখি (২২) ও রাজ (৩০), সাউথ সেন্ট্রাল রোডে শামিন (১০) ও তানিশা (৩), ২৮ বিকে রোডে মোঃ নাসির উদ্দিন (৬৮), ময়লাপোতা এলাকার মোঃ আবুল হোসেন (৬৬), শেখপাড়ায় আলী দেওয়ান (৪৫), ৫৩৫/২১ মুজগুন্নি মেইন রোডে নুর (১৯) ও মোজাম্মেল হক (৪৬), ১০ মুসলমানপাড়া ইলিয়াস আহমেদ (৬০) ও নাঈম (২০), ইলসাপাড়ার কোহিনূর (৬০), বকসিপাড়ার এম এ সালাম (৬১), ওবায়দুল খান (বয়স-২৯, ঠিকানা লেখিনি), খালিশপুর সেন্ট্রাল রোডে খন্দকার রইজ উদ্দিন (৬৬), ক্রিসেন্ট আবাসিকের ইমদাদদুর হাবিব (৪১), সারগাজিতে আদিবা (১৭), দৌলতপুর দেয়ানার আশিকুর (২০), গল্লামারীতে মিজানুর (৩০), নতুনবাজার বাশপট্টিতে রুবেল আহমেদ (২৩), ৪৭৩/২৮ নিরালা আবাসিকের (তিনজন) মনিরা সুলতানা (৩৮), সাদ্দাম বিন সাখাওয়াত (১১) ও ফারসিনা খাতুন (৩৫) এবং বাগমারা এলাকায় আব্দুর রশিদ (৩৫)।

খুলনার পাঁচ উপজেলায় আক্রান্তরা হলেনঃ পাইকগাছার কপিলমুনির আব্দুল মান্নান সরদার (৮৮)। বটিয়াঘাটার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল কোয়ার্টারের জয়ন্তি রানি বিশ্বাস (৪৯) ও এস এম সুলতান মাহমুদ (৪৫)। তেরখাদার (চার জন) মোঃ নাঈম মোল্লা (২০), সুমাইয়া (২৩), শিশু মোঃ তানভীর (৩.৬), জুনায়েত (৩২)। দিঘলিয়া উপজেলার (চার জন) সেনহাটিতে অহনা (১১), খাদিজা পারভীন (৪০), গরমগাটিতে মোঃ হাবিব (৩০), আতিয়ার মোল্লা (৫৫)। রূপসা উপজেলায় (ছয় জন)  শিরগাতিতে তাসলিমা (৬০), নাবিদ হাসান (১২), মিথি (১৪), রুমা খানম (২৪) ও শেখ রেজাউল ইসলাম (৩৯), সেনের বাজারে রবিন (৪০)।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন