১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৬:২৩

খুলনা মহানগরীতে এ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫

  • শেয়ার করুন

খুলনা সিটি কর্পোরেশন এলাকায় নবলোক কর্তৃক বাস্তবায়িত এবং ওয়াটারএইড বাংলাদেশের কারিগরী ও আর্থিক সহযোগীতায় পরিচালিত ওয়াশ ফর আরবান পুওর প্রকল্পের আওতায় এ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ) সিভিল সার্জন অফিসের (স্কুল হেলথ ক্লিনিক) কনফারেন্স রুমে সিভিল সার্জন ডা. মোছা: মাহফুজা খাতুনের সভাপতিত্বে দিনব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ডা: মো: মনজুরুল মুরশিদ। বিশেষ অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মোহসীন আলী ফরাজী। কর্মশালায় এ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কি এবং কি করণীয় এ বিষয়ে উপস্থাপন করেন ওয়াটারএইড বাংলাদেশের হেলথ স্পেশালিস্ট ডা: এম এম আওরঙ্গজেব আল হোসেইন।
বর্তমানে এএমআর একটি অতি গুরুত্বপূর্ন বিষয়। শুধুমাত্র হাত ধোয়ার মাধ্যমে এএমআর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আগত সকল অতিথি এ্যান্টিবায়োটিকের অতি ব্যবহার কমানোর উপর গুরুত্বারোপ করেন। সভাপতি প্রত্যেককে এ্যান্টিবায়োটিকের কোর্স সম্পন্ন করার পরামর্শ দেন এবং ডাক্তারের পরামর্শ ব্যতিত এ্যান্টিবায়োটিক ব্যবহার না করতে বলেন। কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ, ওয়ার্ড প্রতিনিধি, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন