১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৬:১৭

শিরোনাম
খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা

খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্নার দাফন সম্পন্ন

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২০

  • শেয়ার করুন

খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্নার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার বাদ যোহর নগরীর পশ্চিম বানিয়াখামার মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়।

এসকল কর্মসূচি উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, খুলনা চেম্বারের সাবেক সভাপতি মনির উদ্দিন আহমেদ, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, আবু তৈয়ব মুন্সি, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমেদ, সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক এ্যাড. কুদরত-ই-খুদা, এমইউজের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সাংবাদিক আবুল বাশার, কৌশিক দে, নেয়ামুল হোসেন কচি, জয়নাল ফরাজী, হোসেন ইমাম খান, রাশিদুল ইসলাম, সোহরাব হোসেন, হাসান হিমালয়, আনিস উদ্দিন, গ্লোবাল খুলনার আহ্বায়ক শাহ মামুনুর রহমান তুহিন-সহ রাজনীতিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীরা।

আগামী মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ আসর পশ্চিম বানিয়াখামার মোড়ল বাড়ী জামে মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।

এরআগে সকালে প্রয়াত ওয়াদুদুর রহমান পান্না’র মরদেহ তাঁর প্রতিষ্ঠিত জোহরা খাতুন বিদ্যানিকেতনে আনা হয়। এখানে তাঁর প্রিয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন স্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানান। এখানে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

উল্লেখ্য, শনিবার (২২ আগস্ট) বিকেলে নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন প্রবীণ সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন