২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৯:১২

শিরোনাম
খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন সাড়ে ৪১ কোটি টাকার মুনাফা অর্জন মোংলা বন্দরের খুলনায় ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম’র খুলনার সেনের বাজার সিএসএস কার্যালয়ে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প খুলনায় “মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে অংশীজনদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত খুলনায় “৫ বছরের জন্য শিশু কল্যাণে যৌথ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ২ দিনব্যাপী “শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা-২০২৫” এর সমাপনী অনুষ্ঠিত শহীদ সাকিবের কবর জিয়ারতের মাধ্যমে খুলনায় এনসিপি’র কার্যক্রম শুরু

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৭ নভেম্বর

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২

  • শেয়ার করুন

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৭ নভেম্বর। বিরতিহীন ভাবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ নির্বাচন। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১টায় খুলনা জেলা আইনজীবী সমিতির বঙ্গবন্ধু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এড. মোঃ লিয়াকত আলী মোল­া সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ এর নির্বাচনী তফসিল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা পর্ষদের সদস্য এড. এফ এম আক্তারুজ্জামান ও এড. মোঃ আহাদুজ্জামান।
ঘোষিত তফসিল সূত্রে জানা গেছে, আগামী ১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল ও ৩ নভেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ১০ নভেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষদিন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ খুলনা মনোনীত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত এড. সাইফুল ইসলাম ও এস এম তারিক মাহমুদ তারা পরিষদের প্যানেল ঘোষণা করা হয়েছে। এ প্যানেলে কে এম মিজানুর রহমান ও শিরিণ আক্তার পপিকে সহ-সভাপতি, তমাল কান্তি ঘোষ যুগ্ম-সম্পাদক, কাজী সাইফুল ইসলামকে লাইব্রেরি সম্পাদক, মোঃ আসাদুজ্জামান গাজী মিল্টনকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং খাদিজা আক্তার টুলু, প্রজেশ রায়, সাবিরা সুলতানা হ্যাপি, সরদার আশরাফুর রহমান দিপু, এস এম আব্দুস সাত্তার, মোঃ মমিনুর রইসলাম মনির ও ওমর ফারুক রনিকে নির্বাহী সদস্য প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
অন্যদিকে, বিএনপি সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত এড. শরিফুল জোয়াদ্দার খোকনকে সভাপতি ও এড. একেএম শহিদুল আলমকে সাধারণ সম্পাদক করে প্যানেল ঘোষণা আসছে। খুলনার অন্যতম মর্যাদা সম্পন্ন পেশাজীবী সংগঠন জেলা আইনজীবী সমিতির সদস্য সংখ্যা প্রায় দেড় হাজার।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন