৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১২:০৩

শিরোনাম
ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩

খুবি’র সেই তিন শিক্ষকের দায়িত্ব পালনে বাধা নেই

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২১

  • শেয়ার করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত এবং দুই শিক্ষককে অপসারণের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া আদেশের ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। ওই তিন শিক্ষক  হলেন— আবুল ফজল (বাংলা বিভাগ), হৈমন্তী শুক্লা কাবেরী (ইতিহাস বিভাগ) এবং শাকিলা আলম (বাংলা বিভাগ)।

হাইকোর্টের এ আদেশের ফলে বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষকতা চালিয়ে যেতে কোনও আইনি বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা। পাশাপাশি তিন শিক্ষককে নিয়ে খুবি কর্তৃপক্ষের দেওয়া আদেশের বিষয়ে রুল জারি করেছেন আদালত।

ওই তিন শিক্ষকের দায়ের করা রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ এম রাসেল চৌধুরী।

পরে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘গত ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন শিক্ষককে চাকরিচ্যুত ও অপসারণের আদেশ দেন। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটের শুনানি নিয়ে আদালত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া ২৮ জানুয়ারির আদেশের বিরুদ্ধে স্থিতাবস্থার আদেশ দিলেন এবং রুল জারি করলেন।’ তিনি বলেন, ‘যেহেতু ওই তিন শিক্ষক এখনও তাদের দায়িত্ব হস্তান্তর করেননি, তাই খুলনা বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষক হিসেবে কাজ চালিয়ে যেতে কোনও আইনি বাধা রইলো না।’

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন