২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ২:০৭

কেসিসি’র মেয়রের দায়িত্ব গ্রহন করলেন খালেক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে দায়িত্ব গ্রহন করলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।
আজ বুধবার বেলা ১১ টায় কর্পোরেশন ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন তিনি। এসময় কেসিসির ৩১ ওয়ার্ড ও সংরক্ষিত ১০ টি ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।
এরপর কেসিসি’র জেআইজেড মিলনায়তনে সূধী সমাবেশে যোগদেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম।
প্রসঙ্গত, নির্বাচনে অংশগ্রহণ করার জন্য খুলনা সিটি মেয়রের পদ থেকে মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক গত ১১ মে পদত্যাগ করেছিলেন। গত ১২ জুন সিটি করপোরেশন নির্বাচনে তিনি বিজয়ী হন এবং ৩ জুলাই সিটি মেয়র শপথ গ্রহণ করেছিলেন। সিটি করপোরেশনের বর্তমান পরিষদের মেয়াদ শেষ হয় ১০ অক্টোবর।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন