২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১১:৫৫

কেপিআই’র রি-ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন মাসুদ আহবায়ক, জিয়াউল সদস্য সচিব

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩

  • শেয়ার করুন

খুলনা পলিটেকনিক ইইন্সটিটিউটের রি-ইউনিয়ন সফল করার লক্ষে গত শুক্রবার (৬ অক্টোবর, ২০২৩) বিকেলে কলেজের অডিটোরিয়ামে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজের প্রাক্তন ছাত্র খুলনা জেলা আওয়ামিলীগের সহ সভাপতি রফিকুর রহমান রিপন।

সভায় প্রধান অতিথি ছিলেন কেসিসির প্যানেল মেয়র-১ মোঃ আমিনুল ইসলাম মুন্না। সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কলেজের সাবেক শিক্ষার্থী মুরাদ হোসেন, গোলাম হোসেন ঝন্টু, আবু মুসা, কাজেম জুয়েল, এস এম মাহবুবুল ইসলাম, মোঃ বরকত হোসেন, মোল্লা মোঃ মিলন, শেখ নিফাউল আরেফিন টিটো, চৌধুরী মিরাজুর রহমান মিরাজ, জিয়াউল হক, এইচ এম চঞ্চল, শফিকুল ইসলাম সুমি, নাজমুল ইসলাম শিমুল, মাহফুজুর রহমান, রাজু মিয়া,আবু হানিস শাহীন, চয়ন কান্তি বিশ্বাস, মোঃ হারিছুর রহমান সুজন, মাহমুদ রশীদ সুমন, মেহেদী হাসান, মহিবুর রহমান, সুমন শেখ, সোহেল হাসান রুমি, মোঃ রাফেল মাহমুদ, অলোক বৈরাগী, মেহেদী হাসান টিটু, আবু রাসেল, আকাশ দাস, নাফি, জয়ন্ত প্রমুখ।
সভায় ব্যাপক আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট এর রি-ইউনিয়ন উদযাপন কমিটিতে এস এম মহিবুল হক মাসুদকে আহবায়ক এবং শেখ মোহাম্মদ জিয়াউল হাসানকে সদস্য সচিব ঘোষণা করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন