২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:২৪

করোনায় আক্রান্ত হলেন বিএমএ সভাপতি

প্রকাশিত: জুন ২৩, ২০২০

  • শেয়ার করুন

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (ফাইল ফটো)
চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন করোনা আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সংগঠনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

ডা. ইহতেশামুল হক জানান, গতকাল রাতে বিএমএ) সভাপতি পরীক্ষার রিপোর্ট পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বিএমএ মহাসচিব আরও জানান, তাদের সংগঠনের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত করোনায় এক হাজার ১০৮ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ৪৫ জন। নার্স আক্রান্ত হয়েছেন ৯৫৭ জন, মারা গেছেন ছয় জন। অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৬৫ জন, মারা গেছেন তিন জন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন