২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১১:১০

কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উৎযাপন

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২০

  • শেয়ার করুন

কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২০ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সংস্থার চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম রায়হান -এর নেতৃত্বে সকল সদস্যবৃন্দ প্রত্যুষে গল্লামারী শহীদ স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বিকাল ৫ টায় চেয়ারম্যান সংগঠনের নিজস্ব কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা সুকুমার রায় ও সংগঠনের সদস্যবৃন্দকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া ঘটনার উপর আলোচনা করেন।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থার ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার,জেনারেল সেক্রেটারি তাপস কুমার রায়, অনুরুদ্ধ কুমার বাহাদুর,শেখ মনজুর হোসেন,মোঃ মনিরুজ্জামান মনির, সুরজিৎ ঢালী,মোঃ ফারুক হোসেন, শেখ ইসলামুল হক সহ সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য,কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থার পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন