২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৭:৪২

এ্যাড. সাবিহা খাতুনের সুস্থতা কামনায় মুহসিন কলেজ ছাত্রদল

প্রকাশিত: জুন ১১, ২০২০

  • শেয়ার করুন

জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি হাজি মুহাম্মাদ মুহসিন কলেজ , খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দের এক বিবৃতিতে বলেন, আমরা গভীর বেদনা ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম মঞ্জুর সহধর্মিনী বিশিষ্ট মানবাধিকার সংগঠক এ্যাড. সাবিহা খাতুন কোভিড-১৯ (করোনা) রোগে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে তাঁর নিজ বাসভবনে আইসল্যুশনে আসেন এবং সঙ্গতঃ কারণে জনাব মঞ্জু এবং তাঁর দুই সন্তানসহ হোম কোয়ারেন্টাইন আছেন। আমরা মহান আল্লাহর নিকট প্রার্থনা করি, রাব্বুল আলামিন এ্যাডঃ সাবিহা খাতুনকে আশু রোগমুক্তি দান করুণ এবং মঞ্জু ভাই সহ তাঁর পরিবারকে হেফাজত করুণ! নজরুল ইসলাম মঞ্জু সহসাই হোম কোয়ারেন্টাইন শেষে আবারও খুলনাবাসীর খেদমতে নিযেকে নিয়োজিত করবেন বলেও মন্তব্য করেন নগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও সরকারি হাজি মুহাম্মাদ মুহসিন কলেজ ছাত্রনেতা আবু সালে শিমুল আশাবাদ ব্যক্ত করেণ।আরও বিবৃতি দাতাগন মোঃরাবু ব্যাপারী,মোঃআবু সালে,মোঃরাব্বি হোসেন,মোঃনূর ইসলাম,মিস বৃষ্টি খাতুন প্রমূখ।-খবর বিজ্ঞপ্তি

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন