৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৮:৪১

শিরোনাম
নতুন ঠিকাদার করবে কয়রা-বেতগ্রাম আঞ্চলিক মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ খুলনায় শেখ হাসিনার চাচাতো ভাইসহ ৬ জনের নামে মামলা বিদ্যুৎ কোম্পানিগুলোকে পুনর্গঠন করতে চাই-বিদ্যুৎ উপদেষ্টা বন্যা কবলিত এলাকায় ফিল্ড ও ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে নৌবাহিনীর চিকিৎসা সেবা প্রদান পাইকগাছায় দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তার কাজ করছে বাংলাদেশ নৌ-বাহিনী নৌবাহিনী কর্তৃক পাইকগাছায় বন্যা দূর্গতদের মাঝে চিকিৎসা ও ত্রাণ বিতরণ অব্যাহত ফেনীতে চিকিৎসা সহায়তা ও উদ্ধার অভিযানে নৌবাহিনী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাবেক মন্ত্রী রুহুল হক, সাবেক এসপি মঞ্জুরুলসহ ৮০ জনের নামে হত্যা মামলা

এ কেমন শত্রুতা বেনাপোলে বিষ জাতিয় ইনজেকশন পুশ করে ৫ টি গরু মেরে ফেলার অভিযোগ

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল ।
মানুষ শত্রুতা করে পুকুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে, ক্ষেতের জমির ফসল নষ্ট করে গাছ কেটে। এবার ব্যতিক্রম শত্রুতা করে গরুর খামারে বিষ যুক্ত ইনজেকশন পুষ করে ৫টি গরু মেরে ফেলার ঘটনা ঘটেছে। বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামে খোকন সেখ এর গরুর খামারে রোববার রাত্রে এ ঘটনা ঘটে। প্রায় সাড়ে ৭ লাখ টাকার ৩টি ফ্রিজিয়াম দুধ ওয়ালা গাভি ও ২টির পেটে বাচ্চা গাভি বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে বলে অভিযোগ করেছে। তবে কারা এই গরুর খামারে বিষ প্রয়োগ করেছে তা খামারী খোকন বলতে পারে নাই। এছাড়া ওই খামারের আরো দুটি গরু  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সোমবার সকালে সরেজমিনে যেয়ে দেখা যায় ৫টি বিশালাকৃতির গরু মৃত্যু দেহ নিয়ে খামারে পড়ে আছে।

বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের নুর আলী শেখের ছেলে খামার ব্যবসায়ি খোকন সেখ ওরফে তারকাটা খোকন কান্না জড়িত কন্ঠে  বলেন তার সাথে কারো দ্বন্দ নাই। বিনা কারনে তার খামারে কে বা কারা প্রবেশ করে ইনজেকশন পুশ করে গরুগুলি মেরে ফেলেছে। তিনি সরকারের কাছে ক্ষতিপুরুন দাবি করেন। খোকন বলেন আমার উপর যদি কারো রাগ থাকে সে আমাকে শাস্তি দিক। কিন্তু এভাবে আমার সব স্বপ্ন বিলিন করে দিল কেন? আমি পরিশ্রম করে সন্তানের মত গরুগুলো লালন পালন করি একটু  ভালোভাবে বাঁচার আশায়। তার গরুর মুল্য সাড়ে ৭ লাখ টাকা বলে দাবি করেন। এ ব্যপারে শার্শা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করেছেন।

একই গ্রামের খামার ব্যবসায়ি শরিফুল ইসলাম বলেন এরকম গরুর মৃত্যু কখনো দেখি নাই। তাছাড়া গরু গুলো সুস্থ ও সবল। হঠাৎ গরুগুলো মৃত্যুর কোলে ঢলিয়ে পড়ে। এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলীফ রেজা বলেন আমার কাছে একটি ক্ষতি পুরুন দাবি করা হয়েছে। আর আমি তাদের বলেছি যদি কেউ শত্রুতা মুলক গরুগুলো মেরে থাকে তবে থানায় অভিযোগ দিতে।
বেনাপোল পোর্ট থানায় খোঁজ নিয়ে জানা গেছে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২১/০৪/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন