১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৭:০৫

আবারও বাড়ানো হয়েছে এলপিজির দাম

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১

  • শেয়ার করুন

আবারও বেসরকারি খাতে বাড়ানো হয়েছে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। গ্রাহক পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম পড়বে ১ হাজার ৩১৩ টাকা। আগের মাসে এ গ্যাসের দাম ছিল ১ হাজার ২৫৯ টাকা। সেই সঙ্গে বেড়েছে অটো গ্যাসের দামও ৷

বৃহস্পতিবার (৪ নভেম্বর ) রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে এ তথ্য জানিয়েছে বিইআরসি (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন)। এ সময় বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিলসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিইআরসির পক্ষ থেকে জানানো হয়েছে যে বিশ্ববাজারে দাম বাড়ার কারণেই এলপিজির দাম বাড়নো হয়েছে দেশের বাজারে।
নভেম্বর মাসে প্রতি কেজি এলপিজির দাম ১০৪ দশমিক ৯২ টাকা থেকে বাড়িয়ে ১০৯ দশমিক ৪২ টাকা করা হয়েছে। ফলস্বরূপ ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে ১ হাজার ৩১৩ টাকা হয়েছে। গত মাসেই এ গ্যাসের দাম প্রতি কেজি ৮৬ দশমিক ৭ টাকা থেকে বাড়িয়ে ১০৪ দশমিক ৯২ টাকা করা হয়েছিল। সে হিসেবে ১২ কেজির সিলিন্ডারের দাম অক্টোবর মাসে ছিল এক হাজার ২৫৯ টাকা হয় ৷

পরিবহনে ব্যবহৃত এলপি গ্যাসের দামও বেড়েছে। নভেম্বর মাসের অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৮ দশমিক ৬৮ থেকে বাড়িয়ে ৬১ টাকা ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। লিটারে বেড়েছে প্রায় ২ দশমিক ৫০ টাকা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন