২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ২:৫৪

আগামীকাল শার্শায় ১১ টি ইউনিয়নে ভ্যাকসিন দেওয়ার স্থান।

প্রকাশিত: আগস্ট ৬, ২০২১

  • শেয়ার করুন

 

মিলন হোসেন বেনাপোল।
আগামীকাল শনিবার শার্শায় ১১ টি ইউনিয়নে ভ্যাকসিন দেওয়ার হবে।ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রগুলো হচ্ছে,শার্শা  ইউনিয়নের নাভারণ বুরুজ বাগান হাইস্কুলে। বাঁগআচড়া ইউনিয়নের বাগআঁচড়া হাইস্কুলে। পুটখালি ইউনিয়নে বারোপোতা ইাইস্কুলে। বেনাপোল ইউনিয়নে ছোট আচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বেনাপোল পৌরসভায়। বাহাদুরপুর ইউনিয়নে ধান্যখোলা হাইস্কুলে।

লক্ষনপুর  ইউনিয়নে লক্ষনপুর হাইস্কুল এন্ড কলেজ। গোঁগা ইউনিয়নে গোঁগা আলিয়া মাদ্রসায়। উলাশি ইউনিয়নে বড়বাড়িয়া সরকারী প্রাইমারি স্কুল ও রামপুর প্রাইমারি স্কুলে। কায়বা ইউনিয়নে চালিতা বাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।

নিজামপুর ইউনিয়নে গোড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবং ডিহী ইউনিয়নে পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে।ডিহি ইউনিয়নের চেয়ারম্যান হোসেন আলী বিষয়টি নিশ্চিত করে বলেন সব কিছু প্রস্তুত লাইনের মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার হবে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ইউসুফ আলী জানান,প্রতিটি ইউনিয়নে ৬০০ জনের ভ্যাকসিন চেয়ারম্যানদের হাতে তুলে দেওয়া হয়েছে।তাদেরকে বলা হয়েছে যেন কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন