২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৬:৪০

অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কা, রোগীসহ নিহত ৫

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২০

  • শেয়ার করুন

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় অ‌্যাম্বুলেন্সের রোগীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়ার লক্ষ্মীপুর-নিয়তমোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ‌্যালয় (ইবি) থানার এসআই আব্দুর রহমান।

তিনি জানান, নিহতদের মধ্যে একজন রোগী। বাকি চারজনও অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। তাদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

তিনি আরো জানান, অ‌্যাম্বুলেন্সটি কুষ্টিয়া থেকে ঝিনাইদহ যাচ্ছিলো। লক্ষ্মীপুর-নিয়তমোড়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রোগীসহ অ‌্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহত হন। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। এছাড়া গুরুতর আহত একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন