প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬

আশাশুনি প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারদের পক্ষে প্রচার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় বাটরা বাজারে জুলাই যোদ্ধাদের আয়োজনে এ প্রচার কার্যক্রম উদ্বোধন করা হয়।
জুলাই যোদ্ধা আবু হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহবায়ক আরাফাত হোসেন, ছাত্র শক্তি সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক,ইউপি সদস্য আজগার হোসেন, হান্নান পাড়, মোজাম্মেল হক,জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল ফারুক,আব্দুর রহমান, আব্দুল আজিজ প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রজেক্টের মাধ্যমে সচেতন মুলক ও গণভোটে ‘হ্যা’ ভোটের পক্ষে কেনো ভোট দেবে তার নাটক দেখানো হয়। এই কার্যক্রম উপজেলার ১১ টি ইউনিয়নে অব্যাহত থাকবে।