প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫
দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়ার ফরমাইশখানা থেকে বিদেশি নাইন এমএম পিস্তলসহ কনডম রিপনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
নৌবাহিনী ও দিঘললিয়া থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৬ অক্টোবর) দুপুর ২ টার সময় যৌথ বাহিনীর এক শ্বাসরুদ্ধকর অভিযানে দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ফরমাইশখানা গ্রামের পূর্বপাড়া ইলা দর্জির বাড়ির পাশে সোবহান হাওলাদারের বাড়ি থেকে শীর্ষ সন্ত্রাসী কনডম রিপন (৩৫) বিদেশী ৭.৬৫ এম এম পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং ৩টা মোবাইল ফোনসহ গ্রেফতার হয়েছে। সে ফরমাইশখানা গ্রামের আনসার আলীর পুত্র। তার বিরুদ্ধে একাধিক হত্যা, ছিনতাই, চুরি, চাঁদাবাজীসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি। তার চারটে মামলার ওয়ারেন্টের আসামী।
এ ব্যাপারে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন বলেন, এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় সকল অপরাধীকে আইনের আওতায় আনতে অভিযোগ অব্যাহত থাকবে। ##