প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫
চুকনগর প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় অজ্ঞাত এক নারীর ঝলসানো মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা বাজার নামক স্থান থেকে মধ্যবয়সী এক নারীর মরদেহ উদ্ধার করে ডুমুরিয়া থানা পুলিশ।।
মরদেহটির হাত ও পায়ের রগ কেটে শরীরে ক্যেমিকাল জাতীয় দ্রব্য দিয়ে ৯৫ ভাগ পুড়ে ঝলসে দিয়েছে ঘাতকরা। মরদেহটির শরীরে সেলোয়ার কামিজ ও হাতে চুরি ও নাকে নাকফুল রয়েছে।
খুলনা জেলা পুলিশের বি- সার্কেল মোঃ খায়রুল আনাম (বিপিএম)ও ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ও থানা পুলিশ সূত্র বলছে শুক্রবার দিবাগত রাতের যে কোন সময় ঘাতকরা অন্য কোনো স্থান থেকে হত্যা করে কাঁঠালতলা বাজার সংলগ্ন, হোমিও চিকিৎসক অসিম মল্লিকের একটি পরিত্যক্ত টিনসেটের ঘরের মধ্যে ক্যামিকাল জাতীয় দ্রব্য দিয়ে ঝলসানো মরদেহ দেখতে পাই। মরদেহটি সনাক্তের জন্য কাজ করছে পুলিশের সিআইডি টিমের সদস্যরা।