২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৮:০৩

নৌবাহিনীর অভিযানে বাংলাদেশের জলসীমা থেকে দুটি বিদেশি ফিশিং ট্রলার আটক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:

বঙ্গোপসাগরের গভীরে বাংলাদেশের জলসীমায় অভিযান চালিয়ে বাংলাদেশ নৌবাহিনী বিদেশি পতাকাবাহী দুটি ফিশিং ট্রলার আটক করেছে। মঙ্গলবার বিকালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শহীদ আখতার উদ্দিন নিয়মিত টহল চলাকালীন এ ফিশিং ট্রলার দুটি আটক করে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস আখতার উদ্দিন ‘অপারেশন নির্মূল’ এর আওতায় গত ১৪ অক্টোবর হতে বঙ্গোপসাগরের নিয়োজিত রয়েছে। নিয়মিত প্যাট্রোলিং চলাকালে জাহাজটির রাডারে সন্দেহজনক ট্রলারের উপস্থিতি লক্ষ্য করে ট্রলার দুটির তথ্যাদি বিশ্লেষণ করে বিদেশি পতাকাবাহী ট্রলার হিসেবে সনাক্ত করে। এ সময় ট্রলার দুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনী তাদের ধাওয়া করে ফিশিং ট্রলার দুটিকে বাংলাদেশের জলসীমার অভ্যন্তরেই আটক করে। ট্রলার দুটিতে মোট ৩১ জন বিদেশি নাগরিক ছিল। পরবর্তীতে ট্রলার দুটি পটুয়াখালীতে নিয়ে আসা হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ট্রলার ও জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশের জলসীমায় যে কোনো ধরনের বিদেশি অনুপ্রবেশ ও অবৈধ কর্মকান্ড ঠেকাতে শহীদ আখতার উদ্দিনসহ নৌবাহিনীর ১৩ টি জাহাজ সমুদ্রে, ১০ টি জাহাজ নদী এলাকায় ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটসমূহ অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে নজরদারি চালিয়ে যাচ্ছে। বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ এবং জলসীমার সুরক্ষায় নৌবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন