৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৩:৪৭

শিরোনাম
খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম

গাজায় হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : ফিলিস্তিনে ইসরাইলের অব্যাহত হামলা ও আগ্রাসনের প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) জুম্মার নামাজ শেষে মহানগরীর বায়তুন নূর জামে মসজিদের প্রধান গেটে যুদ্ধ নয় শান্তি চাই এ শ্লোগানকে সামনে রেখে মানববন্ধনের আয়োজন করে দক্ষিণ বঙ্গ স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ।

দক্ষিণ বঙ্গ স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি সালেহ উদ্দিন সবুজের সভাপতিত্বে ও খুলনা ব্লাড ব্যাংকের কোষাধ্যক্ষ মো. আসাদ শেখের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন খুলনা ফুড ব্যাংক ও ব্লাড ব্যাংকের উপদেষ্টা মো. দেলোয়ার হোসেন, নিরাপদ সড়ক চাইয়ের খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, সিআরসির সভাপতি রাসেল আহমেদ, স্বেচ্ছাসেবক তুহিন হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, একের পর এক ইসরেইলের হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অথচ তাদের বিরুদ্ধে পশ্চিমারা কোনো কথা বলছে না। বরং ইসরাইলিদের পক্ষ নিয়ে ফিলিস্তিনে হামলায় সহযোগিতা করছে। যুগের পর যুগ ধরে নিরীহ ফিলিস্তিনি মুসলিমদের ওপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে। এখন সেখানে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। নারী-শিশু হত্যাসহ মানবতাবিরোধী কার্যক্রম করছে। ফিলিস্তিনি জনগণ তাদের নিজের ভূমিতে নিজেরাই আজ দুর্বিষহ জীবনযাপন করছেন। ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র। কিন্তু ইসরাইল সেখানে অবৈধভাবে অবস্থান করছে। ফিলিস্তিনিদের ওপর অন্যায়ভাবে আক্রমণ করছে।

আন্তর্জাতিক সংস্থাগুলোকে এই আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সংহতি প্রকাশ করেছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন