১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৩:৫০

দেশে ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৬, আক্রান্ত ৭৩৪ জন

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২

  • শেয়ার করুন

দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। বাড়ছে মৃত্যুও। সারাদেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ক‌রে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৩৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়াল।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত আরও ৭৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৩২৬ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ২ হাজার ৮৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ১ হাজার ৯৯২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। ঢাকার বাইরে ভর্তি আছেন ৮৯৭ জন।

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ২১ হাজার ৩৪৮ জন রোগী।

গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দেন, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নিতে হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন