২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১১:৪৩

চিতলমারীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন কর্মশালা

প্রকাশিত: জুন ২৩, ২০২২

  • শেয়ার করুন

প্রতিনিধি চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ২৩ জুন ২০২২ সকাল ১১ টায় চিতলমারী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইয়েদা ফয়জুন্নেছা মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালার উদ্যোগে রয়েছে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সহযোগিতায় রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা এবং সার্বিক পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন চিতলমারী।
সভায় প্রধান অতিথি হিসেবে মাদক দ্রব্যের অপব্যাবহার রোধকল্পে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু অশোক কুমার বড়াল। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি জনাব বাবুল হোসেন খান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জান্নাতুল আফরোজ স্বর্ণা সহকারী কমিশনার ভূমি, সাবেরা কামাল স্বপ্না মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, ডাক্তার এম আর ফরাজি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মোঃ আমিনুল ইসলাম উপজেলা শিক্ষা কর্মকর্তা, মোঃ লিয়াকত আলী ওসি তদন্ত চিতলমারী , মোঃ ওয়ালিউজ্জামান জুয়েল খলীফা, আলহাজ্ব নিজাম উদ্দিন শেখ, মোঃ শাহিন কাজী সহ প্রমূখ ইউপি চেয়ারম্যান বৃন্দ, ইউপি সচিব গণ,সরকারি দপ্তর প্রধান গণ, বীর মুক্তিযোদ্ধা গণ, রাজনৈতিক নেতৃ বৃন্দ,গ্রাম পুলিশ গণ এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।
এস কে সাজেদুল হক (সাজ্জাদ)
চিতলমারী বাগেরহাট
০১৭৩০১৭৫৩৪০।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন