১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ২:১৯

শিরোনাম
খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা

ফকিরহাটের কাটাখালীতে ট্রাক ও মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে তিন মাদ্রাসা ছাত্র নিহত

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২

  • শেয়ার করুন

খুলনা আলিয়া কা‌মিল মাদ্রাসায় কিরাত সম্মেলন থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় ৩ মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন ।

শ‌নিবার (০৮ জানুয়ারি) গভীর রাতে খুলনা-মংলা মহাসড়কের ফকিরহাটের কাটাখালীতে ট্রাক ও মাহেন্দ্র মুখোমুখি সংর্ঘষে তারা নিহত ও আহত হন।

নিহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার রনজিৎপুর গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুল্লা আল মাহামুদ (২৫), জেলার রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের ফেরদাউস আলীর ছেলে আব্দুল গফুর (১৪) এবং সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মালেখা গ্রামের আশরাফ আলীর ছেলে সালাউদ্দিন (১৭)।

জানা যায়, খুলনা আলিয়া কা‌মিল মাদ্রাসায় সন্ধ্যাকালীন আন্তর্জাতিক কিরাত সম্মেলন শেষে রাতে ৫ জন ছাত্র মাহেন্দ্র যোগে মাদরাসায় ফিরছিলেন। তারা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর কওমি মাদরাসার ছাত্র।

বাগেরহাটের কাটাখালি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, খুলনা থেকে পাঁচজন মাদরাসাছাত্রকে নিয়ে মাহেন্দ্রটি বাগেরহাটের হাকিমপুরে আসছিল। প্রতিমধ্যে শ্যামবাগাত এলাকায় পৌঁছালে মোংলা থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় ঘটনাস্থলে তিনজন মাদরাসাছাত্র নিহত হয় এবং দুজন আহত হয়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। ঘনকুয়াশার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শাকিব হাসান (১৭) এবং হুসাইন শেখকে (১৭) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন