৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৪:১৯

শিরোনাম
খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩ খুলনায় মাদক ব্যবসায়ী কর্তৃক হয়রানী থেকে বাঁচতে ও তাদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন খুলনায় নারী-পুরুষ সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের যেসব শর্ত মানলে ‘স্বীকৃতি পাবে’ আফগানিস্তানে নতুন সরকার

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১

  • শেয়ার করুন

যেসব শর্তে তালেবানকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র
আফগানিস্তানের জনগণ, বিশেষ করে নারী ও কিশোরীদের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা দেখালে এবং সন্ত্রাসীদের আশ্রয় না দিলে তালেবান সরকারকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। এমন শর্তসাপেক্ষে তালেবান নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক বলে জানিয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
যেসব শর্তে তালেবানকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র

রোববার (১৫ আগস্ট) আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনকে দেওয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক সাক্ষাতকারের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে দ্য হিন্দুস্তান টাইমস।

সিএনএন’কে দেয়া সাক্ষাতকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, তার দেশ আফগানিস্তানের ক্ষমতা দখল করা তালেবান নেতৃত্বাধীন পরবর্তী সরকারের সঙ্গে কাজ করা ও তাদের স্বীকৃতি দেয়ার ব্যাপারে প্রস্তুত রয়েছে যদি, তালেবান তার দেশের জনগণ এবং নির্দিষ্ট করে নারী ও কিশোরীদের মৌলিক অধিকার রক্ষা করে এবং যুক্তরাষ্ট্র হামলা করতে পারে এমন সন্ত্রাসীদের আশ্রয় না দেয়।
ক্ষমতা দখলকারী তালেবান নেতৃত্বাধীন সরকারের প্রতি জো বাইডেন প্রশাসনের স্বীকৃতি থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে ব্লিনকেন এসব কথা বলেন। একই সঙ্গে তিনি বলেন, উল্টো যদি আফগানিস্তানের কোন সরকার তার দেশের নারী ও কিশোরীসহ নাগরিকের মৌলিক অধিকার রক্ষা না করে, সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফন্দি আঁটে তাহলে তাদের ক্ষেত্রে কিছুই হবে না।
শর্তগুলো না মেনে যদি তালেবানের আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা ও সমর্থনের প্রয়োজন হয় সেক্ষেত্রে তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে না এবং তারা যুক্তরাষ্ট্র ভ্রমণের সুযোগ পাবে বলেও জানান ব্লিনকেন।
হিন্দুস্তান টাইমসের খবরে আরও বলা হয়, খবরে বলা হয়, তালেবানকে স্বীকৃতি প্রদান ও তাদের সঙ্গে কাজ করার জন্য নিশ্চিতভাবেই যুক্তরাষ্ট্র, ভারত ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহের তালিকার এক বড় অংশ হলো আফগান সংকটের একটি সমঝোতামূলক, শান্তিপূর্ণ ও রাজনৈতিক মিটমাটের বিষয়টি। পাশাপাশি আছে জনগণের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং সন্ত্রাসীদের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার বিষয়।

এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার দোহায় তালেবান ও আফগান সরকারি প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, পাকিস্তান ও অন্যান্য দেশের প্রতিনিধিরা জানান, সামরিক শক্তি খাটিয়ে ক্ষমতায় আসা কোনো সরকারকে কোনো দেশ স্বীকৃতি দেবেনা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন