প্রকাশিত: মার্চ ২০, ২০২১
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে ‘মিডিয়া প্রফেশনাল আড্ডা সিজন-২’। এতে অংশ নেন দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কয়েকশ গণমাধ্যমকর্মী।
শুক্রবার (১৯ মার্চ) দুপুর ৩টা থেকে এ অনুষ্ঠান শুরু হয়। চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত।
‘মিডিয়া প্রফেশনাল আড্ডা সিজন-২’ এর সমন্বয়ক সালেহ মোহাম্মদ রশীদ অলক ঢাকা পোস্টকে বলেন, ‘এ অনুষ্ঠানে মোট ৪৭২ জন অংশগ্রহণ করেছেন। এর মধ্যে টেলিভিশনের ১০২, পত্রিকার ১৫৮ এবং অনলাইন গণমাধ্যমের ১৩৬ জন সাংবাদিক রয়েছেন। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতর ও প্রতিষ্ঠানের ৭৬ জন জনসংযোগ কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।’
বিকেল ৩টায় শুরু হয় নিবন্ধন। এ কার্যক্রম চলে ১৫ মিনিট। বিকেল ৩টা ১৬ মিনিট থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত পরিচয় বিনিময় করেন আগতরা। ৪টা ৪৬ থেকে ৬টা ১৫ মিনিট পর্যন্ত চলে পিঠা উৎসব। যেখানে থাকে বিভিন্ন রকমের পিঠা।
সন্ধ্যা ৬টা ১৬ থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্ব চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত। রাত সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত চলে র্যাফেল ড্র। এরপর গ্রুপ ফটোসেশন হয়। সবশেষে ডিনার পর্ব। এর মাধ্যমেই শেষ হয় ‘মিডিয়া প্রফেশনাল আড্ডা সিজন-২।’