১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১:৩৮

শিরোনাম
খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন সাড়ে ৪১ কোটি টাকার মুনাফা অর্জন মোংলা বন্দরের খুলনায় ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম’র খুলনার সেনের বাজার সিএসএস কার্যালয়ে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প খুলনায় “মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে অংশীজনদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত খুলনায় “৫ বছরের জন্য শিশু কল্যাণে যৌথ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ২ দিনব্যাপী “শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা-২০২৫” এর সমাপনী অনুষ্ঠিত শহীদ সাকিবের কবর জিয়ারতের মাধ্যমে খুলনায় এনসিপি’র কার্যক্রম শুরু

পাইকগাছায় ছাত্রলীগ নেতা প্রান্ত হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২০

  • শেয়ার করুন

অবশেষে ছাত্রলীগ নেতা প্রান্ত হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় দুই জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। মামলা সূত্রে জানা গেছে উপজেলার পুরাইকাটি গ্রামের অচিন্ত ঘোষের ছেলে ছাত্রলীগ নেতা প্রান্ত ঘোষ(২৪) গত ৭ অক্টোবর ছাত্রলীগ নেতা কর্মীদের সাথে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারনায় গড়ইখালীতে যায়। প্রচারনা শেষে রাত ১০টার দিকে প্রান্ত মটর সাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেয়। এ সময় কয়েকজন যুবক তার পিছুনিয়ে ধাওয়া করে এবং উত্তর খড়িয়া সুকুমার মন্ডলের বাড়ির সামনে সড়কের উপর বাঁশের বেরিকেট দিয়ে রাখে। রাত ১১টার দিকে বাঁশের বেরিকেটের সাথে ধাঁক্কা লেগে প্রান্ত রাস্তায় পড়ে যায়। এ সময় সাইফুর রহমান, আলমগীর, হৃদয় ও বিপ্লব প্রান্তকে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরেরর দিন তাকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৪অক্টোবর সন্ধা ৬টার দিকে প্রান্ত’র মৃত্যু হয়। পুলিশ ময়না তদন্ত শেষে মৃত দেহ তার পরিবারের নিকট হস্তান্তর করে। এ ঘটনায় প্রান্ত’র ভাই অনুপ ঘোষ বাদি হয়ে সাইফুর (২৫), আলমগীর (২৫), হৃদয় (১৮), বিপ্লব (২০) ও ভীম (২০) সহ ৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছে। যার নং-১২ তাং-১৬-১০-২০২০।
এ ব্যাপারে ওসি (তদন্ত) আশরাফুল আলম জানান, এ মামলায় ২ জন স্বাক্ষী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন