২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সন্ধ্যা ৭:২৯

নিরালা পার্কে নিম গাছ রোপণ করেন গ্লোবাল খুলনার আহবায়ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২০

  • শেয়ার করুন

শনিবার বেলা ২ টায় নিরালা পার্কে বিশিষ্ট সমাজসেবক শেখ মনিরুজ্জামান এলুর তত্বাবধানে বৃক্ষরোপণ করেন গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন। এ সময়ে আরও উপস্থিত ছিলেন, দৈনিক বাংলা সময়ের খুলনা ব্যুরো প্রধান ও দৈনিক তথ্যের স্টাফ রিপোর্টার এইচ আর তানজির, দৈনিক কালান্তর পত্রিকার বার্তা সম্পাদক বেলাল হোসেন সজল এবং শাহ মাহরুজ রাইয়্যান।
গ্লোবাল খুলনার আহবায়ক বলেন, এই পার্কে অত্যন্ত উপকারী নিম গাছ লাগানো হলো আজ। খুব শিগগিরই আরও কিছু গাছের চারা রোপণ করা হবে। নিম গাছের নানা মূখী উপকারিতা রয়েছে। এর প্রতিটি অংশই অত্যন্ত কার্যকর ঔষধি গুণ সম্পন্ন। শুধু তাই না, এই গাছ শীতল ছায়া দেয়, প্রচূর কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন উৎপাদন করে। এবং এর ফলের কারণে প্রচূর পাখি আসে। তাই তিনি আহবান জানিয়েছেন, দেশের প্রতিটি মানুষ, সুযোগ পেলেই যেন বৃক্ষরোপণ করেন। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।-খবর বিজ্ঞপ্তি

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন