প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬

তথ্য প্রতিবেদক :বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ষ্ট্রীয় শোক দিবসে সরকারি নির্দেশ উপেক্ষা করে রীতিমতো অফিস করেছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর (ওজোপাডিকো) কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। শুধু নিজেরা নন, ফোন করে অধস্তন কয়েকজন কর্মকর্তা কর্মচারীকে ডেকে এনে অফিস করতে বাধ্য করেছেন।
এ ঘটনায় ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ আরিফুর রহমান। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং ৩১ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে।
ওই দিন জাতীয় ও কালো পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়। ছুটির দিনে নির্বাহী পরিচালক (পিএন্ডডি) মোঃ রোকনুজ্জামান, নির্বাহী পরিচালক (অপারেশন) জ্যোতিষ চন্দ্র রায়, নির্বাহী পরিচালক (অর্থ) নীতিশ চন্দ্র দত্ত কোন ধরনের প্রাকৃতিক দূর্যোগ বা রাষ্ট্রীয় কোন জরুরী অবস্থা জারি না থাকা সত্ত্বেও শুধুমাত্র হীন উদ্দ্যেশ্যে তাদের অধীনস্ত কয়েকজন কর্মকর্তা, কর্মচারীকে ফোন করে ডেকে এনে অফিস করতে বাধ্য করেন। শোকের দিনে ওজোপাডিকো সদর দপ্তরে কালো পতাকা উত্তোলন করতে দেখাযায়নি। বিষয়টি তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
ওই দিন অফিস করেছিলেন নির্বাহী প্রকৌশলী (সিভিল) মোঃ কামাল উদ্দিন। যোগাযোগ করা হলে তিনি বলেন, ওইদিন আমি স্টেশনে ছিলাম। সরকারি ছুটির দিন হলেও অফিস করেছি। এরচেয়ে বেশি কিছু জানতে হলে কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে।
নির্বাহী পরিচালক (পিএন্ডডি) মোঃ রোকনুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যুৎ জরুরী সেবা খাত। ক্রাইসিস তৈরি হলে আমাদেরকে অফিস করতেই হয়। কিন্ত সেজন্য লিখিত অর্ডার করি। ওইদিন এ ধরনের কোন অর্ডার করিনি, কাউকে ফোনে ডেকে আনিনি। আমি অফিস এরিয়াতে বসবাস করি। অফিসের খুঁটিনাটি নানা বিষয় দেখভাল করতে হয়। সেদিনও আমি এ ধরনের কাজ করেছি।