২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৬:৪১

মৎস্য ও প্রাণী সম্পাদ মন্ত্রনালয়ের কর্মকর্তাদের মহিষ খামার পরিদর্শন

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩

  • শেয়ার করুন

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে অবস্থিত দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব ড, নাহিদ রশীদ এর নের্তৃত্বে একটি উচ্চক্ষমতা সম্পন্ন দল মহিষ প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করে বেশ কয়েকটি ফলজ ও বনজ বৃক্ষ রোপন করেন।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব নূপেন চন্দ্র দেবনাথ, মহাপরিচালক ডাঃ মোঃ এমদাদুল হক তালুকদার, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ লুৎফার রহমান, খুলনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরীফুল ইসলাম, বাগেরহাট জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ ছাহেদ আলী, সিনিয়র সহকারী পরিচালক ডাঃ মোঃ আহসানুল প্রামানিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডাঃ মোঃ জাহেদুর রহমান, প্রডকশন অফিসার দেবব্রত রায় ও বেতাগা ট্রের্ডাস এর সত্তাধিকার আনন্দ কুমার দাশ।

পরিদর্শন শেষে উর্দ্ধতন কর্মকর্তারা খামারের অভ্যান্তরে বেশ কয়েকটি ফলজ ও বনজ বৃক্ষ রোপন করে সন্তোষ প্রকাশ করেন। এর আগে উর্দ্ধতন কর্মকর্তারা মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন