১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৩:৩০

২৮ মার্চ সারাদেশে অর্ধবেলা হরতাল ডেকেছে বামজোট

প্রকাশিত: মার্চ ১১, ২০২২

  • শেয়ার করুন

ভোজ্যতেল, চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি প্রতিরোধ ও গ্যাস বিদ্যুৎ পানির মূল্যবৃদ্ধির ‘অপতৎপরতা’ বন্ধের দাবিতে আগামী ২৮ মার্চ সারাদেশে অর্ধবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

শুক্রবার (১১ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে সিপিবির অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালিত হবে।

সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক সাইফুল হক, বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ অনেকে উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন