২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১১:২৭

স্বাস্থ্যের অধিকার সবার প্রকল্পের আওতায় বিজয়া সুরক্ষা উপকরণ দিলো “উইথ শী”

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩

  • শেয়ার করুন

রবিবার (২৯ জানুয়ারি) তরুন সংগঠন “ফুট স্টেপ” এর উদ্যোগে “স্বাস্থ্যের অধিকার সবার” প্রকল্প থেকে কিশোরীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় “বিজয়া” নামক উপকরণ ব্যাগ প্রদান করা হয়। রবিবার এস,পি,সি কাফুরপুরা হাই স্কুল এন্ড কলেজে ১০০ জন কিশোরীকে “বিজয়া” কীট পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন সহ হাইজিন কিট প্রদান করা হয়।
এর আগে “উইথ শী” এর তত্ত্বাবধায়নে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয় এবং কর্মশালা শেষে এ উপকরণ বিতরন করা হয়। উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হালিমাতুস সাদিয়া সুখী।
এ সময় আরো উপস্থিত ছিলেন “উইথ শী” এর উপদেষ্টা মোঃ ইমদাদ আলী শিকদার, সদস্য মোঃ নাইমুল ইসলাম, রনি মাহমুদ ও সাকিব।
অতিথিদের বক্তব্যে এস,পি,সি কাফুরপুরা হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শেখ শুকুর আলী বলেন, নারীদের প্রথম থেকে মাসিক পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন করতে পারলেই জরায়ু ক্যান্সারের পরিমান শুন্যের কোঠায় নেমে আসবে বলে মনে করেন।
সমগ্র কর্মশালার সমন্বয়ে ছিলেন মোঃ সাব্বির হোসেন সম্পদ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন