২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৭:১২

সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর সোমবার, বাংলাদেশে মঙ্গলবার

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২২

  • শেয়ার করুন

আজ শনিবার সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে আগামীকাল রোববার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে পবিত্র রমজানের ত্রিশতম দিন পূর্ণ হবে।
সেখানে রোববার ৩০ রমজান হওয়ায় সোমবার হবে শাওয়াল মাসের প্রথম তারিখ। সেই হিসেবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ওই দিন ঈদুল ফিতর উদযাপিত হবে।

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে আগামীকাল রোববার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে পবিত্র রমজানের ত্রিশতম দিন পূর্ণ হবে।

সাধারণত মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও এশিয়ার অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হয়। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে সোমবার হলে বাংলাদেশে তার পরের দিন মঙ্গলবার পবিত্র ঈদুল-ফিতর উদযাপিত হবে।

বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ইরান, ওমান, জর্ডান, মরক্কো এবং ঘানায় গত ৩ এপ্রিল পবিত্র রমজান মাস শুরু হয়। আমিরাতি গণমাধ্যমের খবর অনুযায়ী, এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পূর্বাভাসে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎপবিত্র ঈদুল-ফিতর ২ মে পালিত হবে বলে জানানো হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন