২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৭:১৫

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার ৫ নৌকা সহ ১৪ জেলে আটক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৩

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধি : পশ্চিম সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ বানিয়াখালী স্টেশনের ভাগ্নেকাটি ভারানী খাল এলাকায় অভিযান চালিয়ে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময় প্রবেশ করার অপরাধে ১৪ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের স্বীকার মতে গহীন সুন্দরবনের মরজাত নদীর সংযোগ স্থান থেকে ৬ টি নৌকা সহ ৫ টি অবৈধ চরপাটা জাল ও ৫ বোতল ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।

জানা গেছে বানিয়াখালী স্টেশন কর্মকর্তা আবুল খায়ের মোহাম্মদ আবু সাঈদের নেতৃত্ব গতকাল ১২ আগস্ট রাত সাড়ে ৪ টার দিকে তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, কয়রা উপজেলার কুমার খালী গ্রামের আনছার গাজীর পুত্র মোঃ রবিউল (৩৬), বেজপাড়া গ্রামের মৃত আমজেদ সরদারে ছেলে মোহাব্বত আলী সরদার (৫০)খেওনা গ্রামের মৃত ছাত্তার গাজীর ছেলে মুহিদুল গাজী (৪৮) পাটনীখালী গ্রামের মৃত গফুর মোল্লার ছেলে সোবহান মোল্যা(৩৬)পাটনিখালী গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে সাহেব আলী (২৩) ফতেকাটি গ্রামের মৃত আমজেদ মোড়লের ছেলে তোফাজ্জেল (৪০) ভান্ডারপোল গ্রামের মৃত দাউদ আলী শেখের ছেলে মোস্তফা শেখ (৫০)ভান্ডারপোল গ্রামের কেয়ামউদ্দীন গাজীর ছেলে আমির আলী হাজী (৬৫) দক্ষিন খেওনা গ্রামের মৃত এজহার সানার ছেলে কুরবান আলী (৬০) দক্ষিন খেওনা গ্রামের মৃত বক্ত সানার ছেলে আঃ সবুর সানা (৬৬) চান্নিরচক গ্রামের মৃত হাচিম সরদারের ছেলে জসিম সরদার (৬৮) পাটনিখালী গ্রামের খানজাহানের ছেলে হাফিজুল (৪৮) চান্নিরচক গ্রামের মৃত আব্দুল গাজীর ছেলে শাহাদাত গাজী (৩৫) ও পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের মৃত মোক্তার গাজীর ছেলে মঞ্জুরুল ইসলাম(৪২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াখালি ফরেস্ট স্টেশনের কর্মকর্তা এ কে এম আবু সাইদ বলেন,সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে নিয়মিত অভিযানকালে দুর থেকে ভাগ্নিকাঠি ভাড়ানি খালে ১টি নৌকায় কয়েকজনকে প্রবেশ করতে দেখি।দ্রতু তাদের নৌকার কাছে পৌছে সুন্দরবনের প্রবেশের কারণ জানতে চায়।তখন তাদের নিকট থেকে জানতে পারি কাগা নদীর খালে তাদের আরো নৌকা রাখা আছে। সেখানেই তারা মাছ শিকার করে।পরবর্তীতে কাগা নদীতে অভিযান চালিয়ে বিষ দিয়ে মাছ শিকারের প্রস্তুতিকালে ১৪ জন জেলেকে আটক করি।

খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। অসাধু জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আটককৃত জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বিকাল ৫টায় জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন