১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৩:২৩

শিরোনাম
খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার অভিষেক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১

  • শেয়ার করুন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ নির্বাচন কমিশনসহ সার্কভুক্ত বিভিন্ন দেশ ও সংস্থা কর্তৃক অনুমোদিত সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার নির্বাহী পরিষদের ২০২১-২২ মেয়াদের অভিষেক ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান ১০ সেপ্টেম্বর ২০২১ সন্ধ্যায় মহানগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়।
সংগঠনের খুলনা মহানগর সভাপতি রোটাঃ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এবং অনুষ্ঠান ভার্চুয়ালী উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সর্বস্তরে মানবাধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা গ্রহণের জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান। একইসাথে তিনি নির্বাহী পরিষদের সদস্যদের নিকট সংগঠনের পরিচয়পত্র ও সার্টিফিকেট হস্তান্তর করেন।
সংগঠনের খুলনা মহানগর সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলু’র সঞ্চালনায় পবিত্র গ্রন্থ থেকে তেলাওয়াত ও পাঠ এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আয়োজনের শুভ সূচনা করে প্রজেক্টরে মাধ্যমে বিগত দিনে খুলনা মহানগর শাখার বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত ভিডিও উপস্থাপন করা হয়। অনুষ্ঠান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ এ. টি. এম মঞ্জুর মোর্শেদকে সংগঠনের খুলনা মহানগর শাখার উপদেষ্টা প্যানেলের সদস্য হিসেবে বরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন রোটাঃ এস এম শাহনওয়াজ আলী, আলহাজ্ব রোটাঃ ইঞ্জিঃ রুহুল আমিন হাওলাদার, গাজী আলাউদ্দিন আহমদ, আলহাজ্ব রোটাঃ সরদার আবু তাহের, অনুষ্ঠানের আহবায়ক মোহাম্মদ আরিফ, শেখ মোঃ নাসির উদ্দিন, আব্দুস সালাম শিমুল, অধ্যাপক মোঃ আজিজুল হক, রোটাঃ খান ইমরান আহমেদ, এস কে রানা আহমেদ, এইচ এম জহিরুল ইসলাম, বিমল মল্লিক, মোঃ বদিউজ্জামান লাবলু, হাসানুর রহমান তানজির, ইসরাত জাহান জিনাত, অভিষেক অনুষ্ঠানের সদস্য সচিব হুমায়ুন কবির বালী, এসকে এমডি বাহালুল আলম, মোঃ মনির হোসেন, মোঃ রকিব উদ্দিন মোল্যা, বিপ্লব কান্তি দাস, শায়খুল ইসলাম বিন হাসান, অসীম কুমার বিশ্বাস, কাজী আব্দুল মান্নান, সোহাগ হোসেন, প্রীতিশ ঢালী, মোঃ ইউনুস সানা, ইলিয়াছ হোসেন লাবু, মানসুরা তুলি, এম হানিফ হোসেন, নাঈম ফারহান প্রমুখ।
অনুষ্ঠানের শেষ প্রান্তে আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে অসহায় দুঃস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন