১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৮:১০

শিরোনাম
খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩ খুলনায় মাদক ব্যবসায়ী কর্তৃক হয়রানী থেকে বাঁচতে ও তাদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন খুলনায় নারী-পুরুষ সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত খুলনায় ১৩ মাস বেতন না পেয়ে কর্মবিরতিতে আউটসোর্সিং কর্মচারীরা, অচল ৯ উপজেলার স্বাস্থ্যসেবা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত-১, আহত-২৬ খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার (কেপিআই) ভোমরা বন্দরসহ গুরুত্বপূর্ন স্থাপনা নিরাপত্তা পর্যবেক্ষনে এডিশনাল ডিআইজি

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা (সাতক্ষীরা): দেশের জাতীয় নিরাপত্তার সাথে কেপিআই এর নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িত। এ কারণে এসকল জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ বিভাগীয় খুলনা রেঞ্জের এডিশনাল ডিআইজি নজরুল ইসলাম জেলা কেপিআই (কি পয়েন্ট অফ ইন্সটলেশন) এর অন্তর্ভূক্ত বিভিন্ন সরকারি কার্যালয় ইন্সপেকশন করেন। রবিবার (১২ সেপ্টেম্বর ২০২১) বেলা ১২ টায় খুলনা রেঞ্জের এডিশনাল ডিআইজি নজরুল ইসলামের নেতৃত্বে একটি টিম ভোমরা স্থলবন্দর প্রশাসনিক ভবন কার্যালয়ে এসে গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার বাৎসরিক কার্যক্রমের ইন্সপেকশন করেন। তিনি সাতক্ষীরা জেলা কেপিআই অন্তর্ভূক্ত পাটকেল ঘাটা পল্লী বিদ্যুৎ সমিতি সদর দপ্তর, বাংলাদেশ টেলিভিশন সাতক্ষীরা উপ-প্রচার কেন্দ্র এবং ভোমরা স্থলবন্দর প্রশাসনিক কার্যালয়ে বাৎসরিক কার্যক্রম ইন্সপেকশন করেন। এডিশনাল ডিআইজি ভোমরা স্থলবন্দর প্রশাসনিক ভবন কার্যালয়ে উপস্থিত থেকে স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম, জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক আজিজুর রহমান, শুল্ক স্টেশন ভোমরার সহকারী কমিশনার আমীর মামুন, ভোমরা কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম এবং ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা বৈঠকে মিলিত হন। পরে তিনি ভোমরা স্থল বন্দর পার্কিং ইয়ার্ডে প্রবেশ করে আমদানী-রপ্তানী বাণিজ্য প্রসার সম্পর্কে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। আমদানী-রপ্তানী বৃদ্ধির মাধ্যমে রাজস্ব প্রবৃদ্ধি অর্জনের কথাও বলেন তিনি। এছাড়া তিনি বন্দর সড়কের বেহাল অবস্থাসহ পার্শ্বস্ত জনচলাচলের রাস্তার দূর্বিষহ অবস্থা স্বচক্ষে দেখার পর ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট কার্যালয় পরিদর্শনে যান। এখানে নব নির্মিত ইমিগ্রেশন চেকপোস্ট ভবনটি ঘুরে ফিরে দেখেন এবং পাসপোর্ট যাত্রীদের গমনাগমন বিষয়টি সম্পর্কে ইমিগ্রেশন কর্মকর্তার নিকট খোঁজখবর নেন। এরপর তিনি তার সঙ্গীদের নিয়ে জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন শেষে খুলনার উদ্দেশ্যে রওনা হন।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন