২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ২:৪০

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২

  • শেয়ার করুন

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনাতে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের সাথে পালন করা হয়। এ দিন সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণ করে। এ দিন বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে সকল কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে গল্লামারী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুষ্প স্তবক অর্পণ করা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. বাপ্পা গৌতম, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. কুতুব উদ্দীন মল্লিক, প্রকল্প পরিচালক ডা. মো. মেহেদী নেওয়াজ, রেজিস্ট্রার মো. আব্দুর রউফ, অর্থ ও হিসাব বিভাগের উপ পরিচালক রবীন্দ্র নাথ দত্তসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উপাচার্য তাঁর বক্তব্যে বাঙালি জাতীয়তাবাদ ও অধিকার আদায়ের চেতনায় উদ্বুদ্ধকরণে শহীদ বুদ্ধিজীবীগণের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য বিশ্লেষণ করেন। আলোচনা সভায় অন্যান্য বক্তারা বাংলাদেশের সঠিক ইতিহাস চর্চার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সংবিধানকে সমুন্নত রাখতে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানান। সবশেষে বুদ্ধিজীবী দিবসে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের পিএস টু ভিসি (সহকারী রেজিস্ট্রার) জনাব মো. নুরুল মোমেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন