১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৭:১৩

শেখ হাসিনার দক্ষ পরিচালনায় বঙ্গবন্ধুর বাংলাদেশে আর কোন মানুষকে সাহায্য নিতে হবে না : কেসিসি মেয়র

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২

  • শেয়ার করুন

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, এই হাড় কাঁপানো শীতে এখনও অনেক মানুষ আছে যারা কষ্ট পাচ্ছে। সমাজের বিত্তবানদের ওই সকল দরিদ্র মানুষের পাশে দাড়াতে হবে। এমন একটি সময় আমাদের জন্য অপেক্ষা করছে যে, জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দক্ষ পরিচালনায় বঙ্গবন্ধুর বাংলাদেশে আর কোন মানুষকে সাহায্য নিতে হবে না। তিনি আরো বলেন, দেশের মানুষের আজ জীবনমান বেড়েছে। তারা আজ না খেয়ে থাকেনা। শেখ হাসিনার নেতৃত্বে দেশে আত্ম কর্মসংস্থান বেড়েছে। মানুষের মধ্যে “আমিও পারি” এমন সৎসাহসের সৃষ্টি হয়েছে। সেকারনেই পদ্মা সেতু, কর্ণফুলিতে বঙ্গবন্ধু টার্নেল, ঢাকায় মেট্রারেল, ফ্লাইওভার সহ নানা ধরনের উন্নয়নের কাজ চলছে। বাঙালি আজ আত্ম বিশ্বাসের জাতি। এই জাতিকে আরো সাহস যোগাতে সকলকে এগিয়ে আসতে হবে।
শুক্রবার বিকাল ৪টায় খালিশপুরে সুপারমার্কেট এলাকায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, মো. আশরাফুল ইসলাম, অধ্যা. আলমগীর কবীর, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মো. মনিরুল ইসলাম বাশার, এস এম আসাদুজ্জামান রাসেল, হাসান হাফিজুর রহমান, মুন্সি মনোয়ার হোসেন, শরিফুল ইসলাম প্রিন্স শফিকুল ইসলাম অভি, ইসমাইল হোসেন, এ্যাড. শেখ ফারুক আহমেদ, আরিফুল ইসলাম জর্জ, আব্দুল গফুর লিটু, ডালিম, সগির হোসেন, বকুল, মাসুদুর রহমান, শফিকুল ইসলাম, আশরাফুল আলম মুন, শ্রাবণ শিবলু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন