২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৮:৪০

শার্শা সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮৮ কেজি গাঁজা সহ আটক ১।

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,

যশোরের শার্শা সীমান্ত এলাকায় বিজিবি পৃথক অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজা সহ ছহির উদ্দিন (৩০)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।শুক্রবার দুপুরে ৩ টি স্থানে অভিযান চালিয়ে এ গাঁজা চালান গুলো আটক করা হয়। আটক ছহির উদ্দিন বেনাপোল পোর্ট থানার ৭ নং ঘিবা গ্রামের আব্দুস সাত্তার এর ছেলে।
ধান্যখোলা বিজিবি ক্যাম্প ইনচার্জ সুবেদার আরশাফ হোসেন জানান,৪৯ বিজিবির আওতাধীন
ধান্যখোলা হতে ৩৪ কেজি,জেলে পাড়া পোষ্ট হতে ২২ কেজি ও শিকারপুর এলাকা হতে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।এ সময় ৩৪ কেজি গাঁজা সহ হাতেনাতে আটক করা হয় ছহির উদ্দিন কে।
তার বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৬/০৪ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন