২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৪:২৮

শিরোনাম
খুলনায় ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম’র খুলনার সেনের বাজার সিএসএস কার্যালয়ে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প খুলনায় “মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে অংশীজনদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত খুলনায় “৫ বছরের জন্য শিশু কল্যাণে যৌথ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ২ দিনব্যাপী “শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা-২০২৫” এর সমাপনী অনুষ্ঠিত শহীদ সাকিবের কবর জিয়ারতের মাধ্যমে খুলনায় এনসিপি’র কার্যক্রম শুরু নগরীতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, পলাশসহ গ্রেপ্তার ১১ খুলনায় পদ্মা ব্যাংকে জমানো অর্থ ফেরত না পেয়ে বিপাকে গ্রাহকরা, ব্যাংকের সামনে বিক্ষোভ সকল শহীদের প্রতি প্রধান উপদেষ্টার বিনম্র শ্রদ্ধা

শার্শার যুবক বিদেশ থেকে ফেরার সময় মাগুরায় ঝুলন্ত লাশ উদ্ধার,দালাল লতিফ তাকে হত্যা করেছে বলে নিহতর মায়ের অভিযোগ।

প্রকাশিত: জুন ১৬, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
যশোরের শার্শা শিকারপুর গ্রামের তরিকুল ইসলাম নামে এক যুবক বিদেশ থেকে ফেরার পথে মাগুরায় গাছের সাথে তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।তরিকুল ইসলাম শিকারপুর গ্রামের আলম হোসেন এর ছেলে।
সে সৌদি আরব থেকে বাংলাদেশে এসে ঢাকা থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন। নিহত তরিকুল ইসলাম এর মায়ের অভিযোগ শার্শা রামচন্দ্রপুর গ্রামের আব্দুল লতিফ পরিকল্পনা ভাবে তার ছেলে কে হত্যা করেছে।
কারণ লতিফের মাধ্যমে সে সৌদি আরব গিয়েছিল।বিদেশে কাজ না পেয়ে দেশে ফিরে আসছিল।লতিফ বিদেশে লোক পাঠানোর কাজ করেন।

এলাবাসীর অভিযোগ লতিফ কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যার মূল রহস্য বেড়িয়ে আসবে।লতিফ শার্শা থানার রামচন্দ্রপুর গ্রামের দিদার বক্স ছেলে। সে এলাকায় চিহ্নিত মানব পাচারকারী হিসাবে পরিচিত। তার খপ্পরে পরে অনেকে ভিটা বাড়ি বিক্রি করে বিদেশ গিয়ে কাজ না পেয়ে ২/৩ মাস পর দেশে ফিরে পরিবার পরিজন নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে।

নিহত তরিকুল ইসলামের মা বলেন ৩/৪ মাস আগে রামচন্দ্রপুর গ্রামের লতিফ সাড়ে চার লক্ষ টাকা নিয়ে তার ছেলেকে সৌদি আরবে পাঠান।সেখানে এমন একটা কাজ দেন যা ছেলের হাত পা ফুলে অসুস্থ হয়ে পড়ে।খারাপ কাজ দেওয়া দালাল কে বার বার অন্য কাজ দেওয়া জন্য অনুরোধ করা হয়।

কিন্তু অন্য কাজ না দেওয়ায় সে বাংলাদেশে ফিরে এসে সোমবার ঢাকায় নেমে বাসে করে শার্শার উদ্দেশে রওনা হয়।বাড়িতে না আসায় খোঁজ খবর নিয়ে পরে জানতে পারি আমার ছেলের ঝুলন্ত লাশ মাগুরা সদর থানার পুলিশ উদ্ধার করেছে।আমার ছেলেকে লতিফ পরিকল্পনা ভাবে হত্যা করেছে।আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
রামচন্দ্রপুর গ্রামের ইউপি সদস্য আলতাফ হোসেন বলেন লতিফের মাধ্যমে তরিকুল সৌদি আরব গিয়েছিল সেখান থেকে দেশে ফিরে বাড়ি আসার সময় মাগুরা সদর থানার পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৬/০৬/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন