২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ১:৫৫

শার্শায় র‌্যাবের অভিযান ৩ টি ককটেল বোমাসহ আটক ২।

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২২

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
যশোর র‌্যাব ৬ ক্যাম্পের সদস্যরা শার্শা উলাশী এলাকা থেকে ৩ টি ককটেল বোমা সহ ওমেদ আলী
(৪০)ও বিল্লাহ মোড়ল (৩৮)নামে দুইজনকে আটক করেছে।মঙ্গলবার ভোরে ককটেল বোমা সহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব ক্যাম্প থেকে জানান,শার্শা উলাশী এলাকায় কতিপয় ব্যক্তি নাশকতা সৃষ্টির লক্ষ্যে ককটেল বোমা মজুদ করে রেখেছে।সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি ভোরে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ ওমেদ আলী মোল্লা(৪০), পিতা-মৃত ইকরাদ আলী মোল্লা, মাতা-মোসাঃ ফুলসুরাত বেগম, সাং-কন্যাদাহ, ২। বিল্লাল মোড়ল(৩৮), পিতা-মোঃ আমের আলী মোড়ল, মাতা-রহিমা খাতুন, সাং-মহিশাকোরা, উভয় থানা-শার্শা, যশোর তাদেরকে আটক করা হয় । এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীদ্বয়ের হেফাজত হতে ০৩টি ককটেল বোমা ও ০২টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে।

উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করতঃ আসামীদ্বয়ের বিরুদ্ধে বিস্ফোরক উপাদানাবলী আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৫/০৪/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন