২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৯:৪২

শাকিবের সঙ্গে বিয়ে ও সন্তানের জন্ম তারিখ জানালেন বুবলী

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২

  • শেয়ার করুন

প্রেম ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলেছে কয়েক বছর আগেই। তবে মুখ খুলেননি শাকিব-বুবলী দুজনের কেউই। হঠাৎ করেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেবি বাম্পের ছবি পোস্ট করেন বুবলী। এতেই রহস্য দানা বাঁধে। অবশেষে সব নাটকীয়তার অবসান ঘটিয়ে বুবলী জানালেন, চার বছর আগেই তার বিয়ে হয়েছে ঢালিউড খান শাকিবের সঙ্গে।

ফেসবুকে গত ২৭ সেপ্টেম্বর নিজের বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করেন ঢাকাইয়া সিনেমার নায়িকা শবনম বুবলী। পোস্টে লেখেন, ‘মি উইথ মাই লাইফ, থ্রো ব্যাক আমেরিকা’। এতেই সিনেমাপাড়ায় শুরু হয় জল্পনা, ‘সত্যিই কি মা হতে যাচ্ছেন বুবলী? সন্তানের বাবা কে!’

শেষ পর্যন্ত জানা গেল, বুবলী মা হতে যাচ্ছেন নয়, আগেই মা হয়েছেন। তাও ২০২০ সালে, দিনটি ২১ মার্চ। আর সন্তানের বাবা শাকিব খান। এই তারকাজুটির পুত্র সন্তানের বয়স এখন আড়াই বছর। নাম রাখা হয়েছে শেহজাদ খান বীর।

বুবলী শুক্রবার (৩০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সন্তান ও সন্তানের বাবার নাম প্রকাশ করেন। আর আজ সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকে এক স্ট্যাটাসে জানালেন, চার বছরেরও বেশি সময় আগে শাকিবের সঙ্গে বিয়ে হয়েছে তার।

শাকিবের সঙ্গে নিজের তিনটি ছবি পোস্ট করে বুবলী জানিয়েছেন তাদের জীবনের দুটি গুরুত্বপূর্ণ তারিখ। একটি বিয়ের তারিখ। আরেকটি সন্তানের জন্ম তারিখ।

পোস্টে বুবলী জানান, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব ও বুবলীর বিয়ের তারিখ এবং তাদের ছেলের জন্মদিন ২০২০ সালের ২১ মার্চ। তিনি লিখেছেন, ‘আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০/০৭/২০১৮ এবং ২১/০৩/২০২০। প্রথমটি আমাদের বিয়ের তারিখ ও অন্যটি সন্তানের জন্মতারিখ।’

বুবলী জানিয়েছেন, পোস্ট করা ছবিগুলো নিউইয়র্কের টাইমস স্কয়ারে তোলা। স্ট্যাটাসে সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।

অন্যদিকে শাকিব খানও সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘শেহজাদ খান বীর আমার ও বুবলীর সন্তান। আমাদের ছোট্ট রাজপুত্র শেহজাদের সঙ্গে আমি শুরু থেকেই ছিলাম, আছি ও আজীবন থাকব। আমাদের সন্তানের জন্য আপনাদের সবার কাছে দোয়া কামনা করছি।’

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন