১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৫:৩৭

শিরোনাম
খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত

শাঁখরা-কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১

  • শেয়ার করুন

এম. জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা(সাতক্ষীরা): সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাঁখরা কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ পর্যন্ত বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ভোট কেন্দ্রে বিরতিহীনভাবে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অভিভাবক ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এ অভিভাবক সদস্য নির্বাচনে ১৩ জন অভিভাবক প্রার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ৩০৬ ভোট পেয়ে মো: আব্দুস সবুর, মিজানুর রহমান ৩০৩ ভোট, মো: মন্টু ইসলাম ৩০১ ভোট, মো: শাহজাহান সরদার ৩০৩ ভোট এবং সংরক্ষিত মহিলা প্রার্থী মাছুরা খাতুন ৩০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যতম প্রার্থী আব্দুল জব্বার ১৪ ভোট, আব্দুর রহমান ২০ ভোট, মো: পলাশ হোসেন (নব নির্বাচিত ইউপি সদস্য) ১৫ ভোট, ফজলে রহমান ১০ ভোট, শওকাত হোসেন ১১ ভোট, সাইফুল ইসলাম ৭ ভোট, সংরক্ষিত মহিলা আসনে মোসলেমা খাতুন ৫ ভোট এবং সুরাইয়া পারভীন ৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। শাঁখরা-কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও শান্তিপুর্ণভাবে নিরলস ও কর্মদক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন রিটার্নিং অফিসার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমাতুজ্জোহরা, প্রিজাইডিং অফিসার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, সহকারী প্রিজাইডিং অফিসার মো: আবুল হোসেন, সানজিদা খাতুন ও জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মেহেদী হাসান। এ অভিভাবক সদস্য নির্বাচনে অভিভাবক ভোটার সংখ্যা ছিল ৫৪২ জন। তার মধ্যে ৩২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এ সদস্য নির্বাচন পর্যবেক্ষন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, শ্রীরামপুর ইউনাইটেড মডেল কলেজের অধ্যক্ষ নাজমুস শাহাদাত আজাদী, ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু হাসান, ভোমরার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মো: আকবর আলী সরদার, হাড়দ্দহা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাগফুর রহমান এবং আলীমদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

 

 

 

 

এম. জিয়াউল ইসলাম জিয়া (ছবি আছে)

মোবা: ০১৯১২-৯৯২১৬১

তারিখ: ২৮/১২/২০২১

 

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন