১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৪:৩৫

শিরোনাম
খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম

লিটারে ৫ টাকা কমছে জ্বালানি তেলের দাম, কার্যকর মধ্যরাত থেকে

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২২

  • শেয়ার করুন

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নির্ধারিত দাম সোমবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হচ্ছে।

সোমবার (২৯ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জ্বালানি তেলের দাম নির্ধারণের প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রণালয়ের উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেনের সই করা প্রজ্ঞাপনে প্রতিলিটার ডিজেল ও কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে কমিয়ে ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর অকটেনের দাম ১৩৫ টাকা থেকে কমিয়ে ১৩০ টাকা করা হয়েছে। পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে প্রতিলিটার ১২৫ টাকা। আগে ছিল ১৩০ টাকা। নতুন নির্ধারিত দাম সোমবার রাত বারোটার পর থেকে কার্যকর হচ্ছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে দুপুরে সাংবাদিকদের কাছে জ্বালানি তেলের দাম কমানোর ইঙ্গিত দিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছিলেন, ‘জ্বালানি তেলে আমদানি শুল্ক কমানোয় কিছুটা খরচ সাশ্রয় হবে। সেক্ষেত্রে আমরা দাম কিছুটা সমন্বয় করতে পারব।’

তিনি আরও বলেছিলেন, ‘বিশ্ববাজারে তেলের দাম অনেক বেড়ে গেছে আবার। ১৫০ মার্কিন ডলারে উঠেছে প্রতি ব্যারেলে। এই পরিস্থিতিতে দাম খুব একটা সময়ন্বয় করা যাবে না। তবে আমি চাই দাম অনেক কমে যাক।’
এর আগে, শুল্কহার কমিয়ে রোববার (২৮ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড প্রজ্ঞাপন জারি করে। এই সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকরও হয়ে গেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সুত্রে জানা গেছে, ডিজেলের ওপর করারোপ ছিল ৩৪ শতাংশের মতো। আমদানি শুল্ক ও মূল্য সংযোজন কর বাবদ আদায় করা আগাম কর কমানোর ফলে তা ২৫ শতাংশে দাঁড়ায়। এই সিদ্ধান্তের একদিন পরই তেলের দাম সমন্বয় করল সরকার।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন