প্রকাশিত: জুলাই ২৪, ২০২১
শেখ আশিকুর রহমান (বাবু): রূপসা অত্যন্ত জনবহুল ও জনগুরুত্বপূর্ণ পূর্ব-রূপসা বাজারের মধ্যে দিয়ে রূপসা-বাগেরহাট পুরাতন সড়কে গরুর হাটের প্রবেশদ্বারে একশ্রেণীর বালু ব্যবসায়ীরা জনদূর্ভোগ সৃষ্টি করে পাইপ স্থাপনে মাধ্যমে তাদের বালু উত্তোলন কার্যক্রম পরিচালনা করে আসছেন। যা রূপসা উপজেলা প্রশাসনে দৃষ্টিগোচর হলে আজ ২৪ জুলাই রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খাঁন মাসুম বিল্লাহ জন দুর্ভোগের কথা বিবেচনাপূর্ব অভিযান চালিয়ে পূর্ব রুপসা বাজার এলাকায়র গুরুত্বপূর্ণ রাস্তার উপর বালুর পাইপ অপসারণ করে জব্দ করেন। উপজেলা প্রশাসনের এহন কাজেল জন্য জনদূর্ভোগ ও দূর্ঘটনা কমে যাবে বলে এলাকা বাসী স্বস্তি প্রকাশ করেছে।